হালনাগাদ তথ্য সঙ্কটে শিশুশ্রম নিরসনে অনিশ্চয়তা

১৩ জুন ২০২১

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ‘র সবশেষ চূড়ান্ত সমীক্ষাটি  হয়েছিল ২০১৬ সালে। তাই বর্তমানে দেশের বিভিন্ন খাতে কর্মরত শিশুশ্রমিকের সঠিক ও হালনাগাদ পরিসংখ্যান নেই সংশ্লিষ্টদের হাতে। ফলে ২০২৫ সালের মধ্যে সব ধরনের শিশুশ্রম নিরসনে নেয়া সরকারের উদ্যোগ  দেখা দিয়েছে অনিশ্চয়তা।

পাঁচ বছর আগের সমীক্ষা বলছে, দেশের বিভিন্ন খাতে কর্মরত প্রায় ১৭ লাখ শিশুর কাজ শিশুশ্রমের আওতায়  পড়ে। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিতের সংখ্যা  ১২ লাখ ৮০ হাজার। আর অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুর সংখ্যা ২ লাখ ৬০ হাজার শিশু। চুড়ান্তের আগে  এ সমীক্ষার কাজ করা হয় তারও তিন বছর আগে,২০১৩ সালে।এরপর শিশুশ্রম নিয়ে আর কোনো সমীক্ষা কেউ করেছে কি-না নিশ্চিত হওয়া যায়নি। জাতীয় শিশুশ্রম নিরসন নীতি অনুযায়ী, আর্থ-সামাজিক দুরাবস্থা শিশুশ্রমের অন্যতম কারণ।

এদিকে শিশুশ্রমে নিয়োজিত শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি, সামাজিক সচেতনতা তৈরি, কর্মসংস্থান ও শ্রমবাজারে শিশুশ্রম বন্ধ, আইন প্রয়োগ ও বাস্তবায়ন, শিশুদের সুরক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ এবং শিশুশ্রম প্রতিরোধের জন্য ১০টি মন্ত্রণালয় ও বিভাগকে দায়িত্ব দিয়েছে সরকার। শিশুশ্রম নিরসনে জাতীয় শিশুশ্রম নিরসন নীতি (২০১০ সালে প্রণীত)’র আলোকে এসব ক্ষেত্র চিহ্নিত ও দায়িত্ব বণ্টন করা হয়। সেই অনুসারে এ নীতি বাস্তবায়ন এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নের বিষয়টি দেখভাল করবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং ন্যাশনাল কমিশন টু রিভিউ দ্য ওয়ার্কিং অফ দ্য কনস্টিটিউশন। দায়িত্ব পাওয়া মন্ত্রণালয়গুলো হচ্ছে- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় (শিক্ষা), স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় (স্বাস্থ্য ও পুষ্টির উন্নয়ন); তথ্য মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয় ও সিটি করপোরেশন (সামাজিক সচেতনতা), শ্রম মন্ত্রণালয় (কর্মসংস্থান ও শ্রমবাজারে শিশুশ্রম বন্ধ), মন্ত্রিপরিষদ বিভাগ, শ্রম মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় (আইন প্রয়োগ ও বাস্তবায়ন); শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগ (শিশুশ্রম প্রতিরোধ); মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সিটি করপোরেশন (শিশুদের সুরক্ষা)শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং সরকারি প্রশিক্ষণ ইনস্টিটিউট (গবেষণা ও প্রশিক্ষণ)।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান গণমাধ্যমকে জানিয়েছেন, শিশুশ্রম বন্ধে কাজ করছে সরকার। সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০২৫ সালের মধ্যে শিশুশ্রম বন্ধে শতভাগ সফলতা আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এমকে

                 


মন্তব্য
জেলার খবর