বিশ্বের মধ্যে সর্বোচ্চ পরিমাণ মুনাফা বা রিটার্ণ পাওয়ায় বিশ্ব পুঁজিবারের তালিকায় সবার শীর্ষে ওঠেছে বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নাম। করোনার দ্বিতীয় ধাক্কা চলাকালে মে মাসে এ মুনাফা পেয়েছেন দেশের বিনিয়োগকারীরা । এ নিয়ে সবমিলে তিন বার, আর ছয় মাসের ব্যাবধানে দুই বার শীর্ষে ওঠলো ডিএসই। সম্প্রতি ফ্রন্টিয়ার জার্নালে তৃতীয়বারের মতো সেরা হওয়ার তথ্য প্রকাশ পেয়েছে।
গত মে মাসে বিনিয়োগকারীরা ফেরত পান ৯ দশমিক ৪ শতাংশ মুনাফা। তার আগে মুনাফার দিক দিয়েই গত বছরের সেপ্টেম্বর ও অক্টোবরে বিশ্বের সেরা পুঁজিবাজারের তালিকায় ওঠে ডিএসই’র নাম।
জার্নালটি বলছে, বাংলাদেশের পরেই মুনাফা পেয়েছেন পাকিস্তানের পুঁজিবাজারের বিনিয়োগকারীরা, ৯ দশমিক ৪ শতাংশ। এরপর ভিয়েতনামের বিনিয়োগকারীরা ৭ দশমিক ২ শতাংশ, চীনের বিনিয়োগকারীরা ৬ দশমিক ৬ শতাংশ, ফিলিপিনসের বিনিয়োগকারীরা ৫ দশমিক ৩ শতাংশ, কাজাখস্তানের বিনিয়োগকারীরা ৪ দশমিক ৭ শতাংশ, শ্রীলঙ্কার বিনিয়োগকারীরা ২ দশমিক ৫ শতাংশ, থাইল্যান্ডের বিনিয়োগকারীরা শূন্য দশমিক ৬ শতাংশ এবং ইন্দোনেশিয়ার বিনিয়োগকারীরা শূন্য দশমিক ৩ শতাংশ মুনাফা পেয়েছেন।
মে মাসে ডিএসইতে লেনদেন হয়েছে ১৯ দিন। প্রধান সূচক বেড়েছে ৫১১ পয়েন্ট, বাজার মূলধন বেড়েছে ৩৩ হাজার ১৫৫ কোটি ৯৭ লাখ ৬৯ হাজার টাকা। এ টাকাই মুনাফা বা রিটার্ণ পেয়েছেন বিনিয়োগকারীরা।
এমকে