২৫ বছরে ৮ মামলার আসামি, ২ বিয়ে, বেতনভুক্ত একাধিক বান্ধবী!

১৩ জুন ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি

নাম তার শাহেদ (২৫)। তবে ভিখারী নামে বেশ পরিচিত, করেছেন দুই বিয়ে। বেতনভুক্ত একাধিক বান্ধবীও আছে। বান্ধবীদের কাজ হলো প্রেমিক শিকার। শিকার যখন ‘ভিখারীর’ ফাঁদে ধরা দেয়, তখন ব্ল্যাকমেইল করে অস্ত্রের মুখে কেড়ে নেয় টাকা-পয়সাসহ কাছে থাকা জিনিসপত্র। অবশেষে ৮ মামলার আসামি এ ভিখারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি এলজি, এক রাউন্ড কার্তুজ ও ৫০টি ইয়াবা জব্দ করা হয়।

রোববার ভোরে আগ্রাবাদ পানওয়ালাপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগেও ৫ বার গ্রেফতার হয়েছিলেন তিনি। অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় ভিখারী ও তার তিন পলাতক সহযোগীর বিরুদ্ধে ডবলমুরিং থানায় অস্ত্র এবং মাদক আইনে ২টি মামলা হয়েছে।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ভিখারী অস্ত্র ও মাদক ব্যবসায় জড়িত। সে কিশোর গ্যাংয়েরও লিডার। তিনি আরো জানান, ভিখারির বেতনভুক্ত বেশ কয়েকজন কর্মচারী আছে, যাদের দায়িত্ব পুলিশ আসলেই তাকে তথ্য দেয়া। এ কারণে তাকে ধরতে বেশ বেগ পেতে হয়।

ছোটবেলায় আর্থিক অভাব-অনটনে থাকায় বন্ধুরা তাকে ভিখারী নামে ডাকতো। ভিখারী নামের আড়ালে হারিয়ে যায় তার শাহেদ নামটি। ভিখারী নাম দেয়া বন্ধুরা এখন তাকে ওস্তাদ, বস বিভিন্ন নামে ডাকে বলে জানান ওসি মহসীন। ভিখারীর বুকে একাধিক নারীর নাম লেখা রয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভিখারী জানায়, বান্ধবীদের মন জয় করতে বুকে ব্লেড দিয়ে কেটে তাদের নাম লেখেন তিনি!

 

দিলীপ কুমার তালুকদার/এমকে

 


মন্তব্য
জেলার খবর