চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা ছাত্রলীগকর্মী আশিকুর রহমান রোহিত হত্যা মামলার প্রধান আসামি শাহাব উদ্দিন ওরফে সাবুকে গ্রেফতার করা হয়েছে। ৬ মাস পরে ভোলার লালমোহন থানার হরিপুর এলাকা থেকে রোববার দুপুরে তাকে গ্রেফতার করে পুলিশ।
বাকলিয়া থানার ওসি মো. রুহুল আমিন জানান, চট্টগ্রামে ছেড়ে গেলেও সে নিজেকে লুাকিয়ে রাখতে পারেনি। সাবুকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি সন্ধ্যায় বাকলিয়ার দেওয়ান বাজার ভরাপুকুর পাড় এলাকায় রোহিতের মোটরসাইকেলের গতিরোধ করা হয়। এ সময় তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। ঘটনার এক সপ্তাহ পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোহিত মারা যান। এ ঘটনায় তার ভাই জাহিদুর রহমান বাকলিয়া থানায় মামলাটি করেন। মামলার পর সাইফুল ইসলাম বাবু ও মহিউদ্দিন নামে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। সে সময় চট্রগ্রাম থেকে পালিয়ে যায় সাবু।
দিলীপ কুমার তালুকদার/এমকে