মারা গেলেন সবচেয়ে বড় পরিবার কর্তা

১৪ জুন ২০২১

বিশ্বের সবচেয়ে বড় পরিবারের গৃহকর্তা  জিওনা চানা রোববার বেলা তিনটায় মিজোরামের একটি হাসপাতালে মারা গেছেন।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মিজোরামে বাকতাওং গ্রামে ৩৮ স্ত্রী, ৮৯ সন্তান, ৩৩ নাতি-নাতনি নিয়ে একটি চারতলা বাড়িতে বাস করতেন ৭৬ বছর বয়সী জিওনা।

১৯৪৫ সালের ২১ জুলাই মিজোরামে জন্ম নিয়েছিলেন জিওনা। মাত্র ১৭ বছর বয়সে তিনি প্রথম বিয়ে করেন। 

এনডিটিভি


মন্তব্য
জেলার খবর