মন্তব্য
বিশ্বের সবচেয়ে বড় পরিবারের গৃহকর্তা জিওনা চানা রোববার বেলা তিনটায় মিজোরামের একটি হাসপাতালে মারা গেছেন।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মিজোরামে বাকতাওং গ্রামে ৩৮ স্ত্রী, ৮৯ সন্তান, ৩৩ নাতি-নাতনি নিয়ে একটি চারতলা বাড়িতে বাস করতেন ৭৬ বছর বয়সী জিওনা।
১৯৪৫ সালের ২১ জুলাই মিজোরামে জন্ম নিয়েছিলেন জিওনা। মাত্র ১৭ বছর বয়সে তিনি প্রথম বিয়ে করেন।
এনডিটিভি