সূচকের মিশ্র প্রবণতা, কমেছে লেনদেন

০৪ ফেব্রুয়ারী ২০২২

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর কমেছে সিংহভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের। সূচকের ক্ষেত্রে দেখা গেছে মিশ্র প্রবণতা। আর আগের কার্যদিবসের চেয়ে সামান্য কমেছে লেনদেন- ৫ কোটি ৬০ লাখ টাকা।

তথ্য বলছে, শেয়ার লেনদেনে অংশ নেওয়া ৩৮০টি কোম্পানির মধ্যে দর কমেছে ১৭২টির, বেড়েছে ১৬৬টির এবং  বাকি ৪২টির অপরিবর্তিত ছিল। তিন সূচকের দুটি ডিএসইএক্স ৬ দশমিক ৭৬ পয়েন্ট ও ডিএসইএস  শূন্য দশমিক ২৫ পয়েন্ট বাড়লেও বাকিটি ডিএস-৩০ শূন্য দশমিক ৪২ পয়েন্ট কমেছে। ডিএসইএক্স ৭ হাজার ২৩ দশমিক ৫২ পয়েন্টে ও ডিএসইএস এক হাজার ৫০৪ দশমিক ২৪ পয়েন্টে ও ডিএস-৩০ দুই হাজার ৫৯২ দশমিক ৩৪ পয়েন্টে অবস্থান করে। লেনদেন হয় এক হাজার ২৬১ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ২৬৬ কোটি ৮৭ লাখ টাকা।

বৃহস্পতিবার লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের চিত্র দেখা গেছে। লেনদেনের তালিকায় টাকার অঙ্কে শীর্ষে থাকে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড- ৮৫ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এমকে

 


মন্তব্য
জেলার খবর