বনানীর বাসায় ১৩ জুন রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। জানিয়েছেন তাকেj ধর্ষণ ও হত্যাচেষ্টায় অভিযুক্তের নাম, দিয়েছেন ঘটনার বিবরণ। তিনি জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।
ঘটনার বর্ণনা দিয়ে তিনি জানান, ১০ জুন রাতে বন্ধু অমি ও পরীর পোশাক ডিজাইনার জিমির সঙ্গে বাইরে বের হয়েছিলেন। রাত ১২টার দিকে অমি তাদের নিয়ে ঢাকা বোট ক্লাবে যান। সেখানে মদ্যপানরত কয়েকজন ব্যক্তির সঙ্গে পরীর পরিচয় করিয়ে দেন অমি। সেখানে থাকা এক ব্যক্তি পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করেন। তাদের একজন রাজধানীর উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি নাছির ইউ. মাহমুদ এবং অন্যজন তার কস্টিউম ডিজাইনার জেমির স্কুল ফ্রেন্ড অমি নামের এক ব্যবসায়ী। আমি বলতে চাই, কিন্তু বলতে পারছি না। আমার বলতে ইচ্ছা করছে অনেক। আমি চারদিন ধরে পাগল হয়ে গেছি। আমার জায়গায় থাকলে আপনারা কথা বলতে পারতেন না।’
তিনি বলেন, ‘গত বুধবার রাত ১২টায় আমাকে বিরুলিয়ায় নাছির ইউ. মাহমুদের কাছে নিয়ে যায় অমি। সেসময় নাছির ইউ. মাহমুদ নিজেকে ঢাকা বোট ক্লাবের সভাপতি হিসেবে পরিচয় দেন। সেখানে নাছির ইউ. মাহমুদ আমাকে মদ খেতে অফার করেন। আমি রাজি না হলে আমাকে জোর করে মদ খাওয়ানোর চেষ্টা করেন। একপর্যায়ে আমাকে চড় থাপ্পড় মারেন। তারপর নির্যাতন ও হত্যাচেষ্টা করেন। অমিও এ ঘটনার সঙ্গে জড়িত।’
চিত্রনায়িকা আরও জানান, এ ঘটনার পর বনানী থানায় গিয়েছিলাম। কিন্তু তারা (থানার অফিসার) পরীর অভিযোগ শুনলেও লিখিত কোনো কাগজপত্র নেয়নি। থানা থেকে তেমন কোনো সাড়া না পেয়ে চলে আসি। পরে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে জানাই। তিনি আশ্বস্ত করলেও কোনো ব্যবস্থা নেননি। তাই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন।’