জি-৭ সম্মেলনে বিশ্বনেতাদের প্রতিশ্রুতি

১৪ জুন ২০২১

করোনাভাইরাস মহামারি মোকাবেলায় বিশ্বের গরিব দেশগুলোকে ১শ’ কোটি ডোজ ভ্যাকসিন অনুদান দেয়ার অঙ্গিকার করেছে জি-৭ এর রাষ্ট্রপ্রধানেরা। এসব অনুদান সরাসরি বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচির মাধ্যমে দেওয়া হবে। প্রতিশ্রুতির আওতায় যুক্তরাজ্যও ১০ কোটি ডোজ দেবে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এক সংবাদ সম্মেলনে একথা জানান।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গতি আনার প্রতিশ্রুতি দিয়েছেন শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ নেতারা। কার্বন নিঃসরণ কমিয়ে আনতে দরিদ্র দেশগুলোর জন্য প্রতিবছর দশ হাজার কোটি ডলার সংগ্রহের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তারা। উন্নয়নশীল দেশগুলোকে কয়লা নির্ভরশীলতা থেকে বের করে আনতে সহায়তার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। নেতারা পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসে রাখায় সম্মত হয়েছেন।

এছাড়া  সারাবিশ্বে পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে নানা পরিকল্পনার কথা জানান জি–৭–ভুক্ত দেশের নেতারা। জি-৭ এর লক্ষ্য বিশ্বে ৪০ মিলিয়ন মেয়ে শিশুকে স্কুলমুখি করা। নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোয় উন্নত অবকাঠামো গড়ে তুলতে নতুন পরিকল্পনা করেছেন তারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ডের (বিথ্রিডব্লিউ) পরিকল্পনা করেছেন। এটি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) পাল্টা পরিকল্পনা। গুণগত দিক দিয়ে এটি আরও উন্নত মানের।

বিবিসি, এএফপি ও দ্য গার্ডিয়ান


মন্তব্য
জেলার খবর