জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) এক সমীক্ষায় জানানো হয়েছে আগামী ২০৪০ সালে দেশটিতে ৬০ লাখ ৭৪ হাজার বিদেশি শ্রমিকের প্রয়োজন হবে। দেশটির গণমাধ্যম নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে সম্প্রতি এখবর জানানো হয়েছে।
সমীক্ষায় বলা হয়েছে, চলমান প্রক্রিয়ায় ২০৪০ সালে জাপানে ৪ লাখ ২০ হাজার কর্মীর ঘাটতি দেখা যাবে। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সরকার দেশটিতে বিদেশি কর্মী নিয়োগের প্রোগ্রাম প্রসারিত করার দিকে নজর দেওয়ার পর এমন তথ্য পাওয়া গেল। এরই মধ্যে জাপান কর্মীদের স্থায়ী বসবাসের জন্য নাগরিকত্ব দেওয়ার কার্যক্রম শুরু করেছে। এ ধরনের প্রচেষ্টা বিদেশি কর্মীদের আকৃষ্ট করতে পারে।
গত বছরের অক্টোবরের শেষ নাগাদ জাপানে ১৭ লাখের বেশি বিদেশি কর্মী ছিল। যার মধ্যে প্রায় তিন লাখ ৫০ হাজার সরকার অনুমোদিত প্রশিক্ষণার্থী প্রোগ্রামে অংশ নিয়েছিলেন। তাছাড়া আরও তিন লাখ ৩০ হাজার বা তার বেশি পার্ট-টাইমকর্মী ছিলেন, যারা ছিলে প্রধানত বিদেশি শিক্ষার্থী।
প্রতিবেদনে বলা হয়, নিজেদের দেশের অর্থনীতি ভালো না হওয়া পর্যন্ত উন্নয়নশীল দেশের নাগরিকরা বিদেশে চাকরি করতে বেশি আগ্রহী হবে বলে মনে করা হচ্ছে। গবেষণা আরো বলা হয়, জাপান এখন থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার চেয়ে মিয়ানমার ও কম্বোডিয়ার কর্মীদের আকৃষ্ট করতে চায়।