সিনিয়র স্টাফ নার্সের ভাইভা ২৬ জুন

১৪ জুন ২০২১

সরকারি হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স পদের মৌখিক পরীক্ষা প্রকাশিত হয়েছে। রোববার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 


বিজ্ঞপ্তিতে বলা হয়, সিনিয়র স্টাফ নার্স পদের মৌখিক পরীক্ষা আগামী ২৬ জুন থেকে শুরু হবে। চলবে 
৩ জুলাই পর্যন্ত।

এতে আরো বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি হাসপাতালে সিনিয়র স্টাফ নার্সের (১০ম গ্রেড) মৌখিক পরীক্ষা আগামী ২৬ জুন থেকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পিএসসি কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

মৌখিক পরীক্ষার সূচি জানতে ভিজিট করুন: http://www.bpsc.gov.bd/sites/default/files/files/bpsc.portal.gov.bd/psc_exam/c38d59f8_c4c5_43a3_b200_e3a4fc263e14/nce_nurse_viva_10.pdf


মন্তব্য
জেলার খবর