গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৪৭ জনের মৃত্যু হয়েছে। নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৪৩৬ জনের। পাশাপাশি এ রোগ থেকে সুস্থতা ফিরে পেয়েছেন দুই হাজার ২৪২ জন। রোববার স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদফতর আরো জানায়, এখন পর্যন্ত আট লাখ ২৬ হাজার ৯২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ১৩ হাজার ১১৮ জন। সুস্থ হয়েছেন সাত লাখ ৬৬ হাজার ২৬৬ জন। নমুনা পরীক্ষা হয়েছে ৬১ লাখ ৬৫ হাজার ১১২টি। শনাক্তের হার ১৩ দশমিক ৩৯।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ১৮ হাজার ৪৭৬টি, পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৭৪৯টি নমুনা। শনাক্তের হার ১২ দশমিক ৯৯। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩২ জন আর নারী ১৫ জন। বিভাগ ভিত্তিক ঢাকায় ১৫ জন, চট্টগ্রামে ৯ জন, রাজশাহীতে ৬ জন, খুলনায় ৮ জন, বরিশালে ১ একজন, রংপুরে ৪ জন এবং সিলেট ও ময়মনসিংহে দুই জন করে আছেন । সরকারি হাসপাতালে ৩২ জন, বেসরকারি হাসপাতালে ৩ জন এবং বাড়িতে ২ জন মারা গেছেন ।
এমকে