নারী ইউএনও দিয়ে ‘গার্ড অব অনারে’ আপত্তি

১৪ জুন ২০২১

নারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিয়ে মারা যাওয়া বীর মুক্তিযোদ্ধাদের ‘গার্ড অব অনার’ প্রদানের বিষয়ে আপত্তি জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। এক্ষেত্রে নারী ইউএনও’র বিকল্প হিসেবে পুরুষ কোনো ব্যক্তিকে দিয়ে গার্ড অব অনার প্রদান করার কথা বলেছে এ কমিটি। রোববার সংসদ ভবনে কমিটির বৈঠকে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণে ‍সুপারিশ করার সিদ্ধান্ত হয়। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেবল দিনের বেলায় গার্ড অব অনার প্রদানের  আয়োজন করারও সুপারিশ করা হয়। ইসলামের বিধান অনুযায়ী মহিলারা জানাজায় অংশ নিতে না পারার কারণে এ বিষয়ে প্রস্তাব ওঠে বৈঠকে। বিষয়টি মন্ত্রণালয়কে পরীক্ষা করে দেখতে বলা হয়েছে।

কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে বৈঠকে সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক, রাজি উদ্দিন আহমেদ, মেজর (অব.) রফিকুল ইসলাম, কাজী ফিরোজ রশীদ, ওয়ারেসাত হোসেন বেলাল এবং মোছলেম উদ্দিন আহমদ অংশ নেন।


মন্তব্য
জেলার খবর