বৃষ্টি বেশি হতে পারে কয়েকদিন

১৪ জুন ২০২১

মৌসুমী বায়ু ও লঘুচাপের প্রভাবে আগামী কয়েকদিন  বৃষ্টি বেশি হতে পারে। বৃষ্টির সময় দমকা হাওয়া বইতে পারে, তাই বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। রোববার পূর্বাভাসসহ এ সতর্কতার বার্তা দেয় আবহাওয়া অধিদফতর সংশ্লিষ্টরা।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়,  দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বিস্তার লাভ করেছে সারা দেশে । একটি লঘুচাপ রয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশেপাশের এলাকায়।  এর প্রভাবে বিভাগ ভিত্তিক খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহীর অধিকংশ জায়গায়, ঢাকার অনেক জায়গায় এবং রংপুর, সিলেট ও ময়মনসিংহের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।

সতর্কতার বার্তায় বলা হয়,  সমুদ্র বন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা মিলে দেশের চার সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দেশের নদী বন্দরগুলোকে ১ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এমকে


মন্তব্য
জেলার খবর