পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমাদের সম্পদের কোনো অভাব না থাকলেও মাঝে মাঝে সততা, দায়বদ্ধতা ও জাতির প্রতি দায়িত্বশীলতার অভাব হয়। রোববার পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেনটেন্যান্স ড্রেজিং প্রকল্পের চুক্তি সই অনুষ্ঠানে এ কথা বলেন।
বহিরাগত চিন্তার দরকার নেই উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী আরো বলেন, আমাদের মাটির দিকে তাকাতে হবে। নিজেদের নদী-নালা, খাল-বিল, পাহাড়- সবই নিজেদের আয়ত্তে আনতে হবে।
রাজধানীর একটি হোটেলে এ চুক্তি সই করেন পায়রা বন্দরের চেয়ারম্যান কমোডর হুমায়ুন কল্লোল এবং ড্রেজিং কোম্পানির পক্ষে প্রকল্প পরিচালক জ্যাং ওয়েল। অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী ছাড়াও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহম্মদ কায়কাউস, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব তোফাজ্জ্বল হোসেন ভুইয়া প্রমূখ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন নৌপরিবহন সচিব মেজবাউদ্দিন চৌধুরী।
এমকে