দু'টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হতাহত-৩

০৪ ফেব্রুয়ারী ২০২২

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় দু'টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রেজিষ্ট্রি অফিসের এক নকল নবিসের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দু’জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে সারপুকুর ইউনিয়নের টেপারহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া নকল নবিসের নাম শুকুমার বিশ্বাস (২৮), তিনি সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের বনগ্রাম এলাকার কান্তা বিশ্বাসের ছেলে, একটি মোটরসাইকেল চালাচ্ছিলেন। আহতরা অপর মোটরসাইকেলের চালকও আরোহী, তাদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সারপুকুর ইউনিয়ন পরিষদের দিক থেকে একটি মোটরসাইকেল দ্রুতগতিতে টেপারহাট বাজারের আসছিল। অপর মোটরসাইকেলটি আসছিল সাপ্টিবাড়ি এলাকা থেকে। ঘটনাস্থলেই শুকুমার বিশ্বাস মারা যায়। সংঘর্ষে দু'টি মোটরসাইকেলেই দুমড়ে-মুচড়ে গেছে। স্থানীয়রা আহতদের রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। তাদের দু’জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। সারপুকুর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির এ দুর্ঘনার বিষয়টি নিশ্চিত করেছেন।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুল ইসলাম জানান, নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেলেও আহত দু’জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

 

লাজু মিয়া/এমকে

 


মন্তব্য
জেলার খবর