চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারীতে ৩৩ কেজি গাঁজা ও ১৮ বোতল ফেন্সীডিলসহ এক অটোরিকশার চালক ও যাত্রীকে আটক করা হয়েছে। সেই সঙ্গে এ মাদক বহনে ব্যবহৃত অটোরিক্সাটিও জব্দ করা হয়েছে। সোমবার সকালে বঙ্গবন্ধু এভিনিউ রোডের অনন্যা আবাসিক এলাকায় বসানো অস্থায়ী চেকপোষ্টে তল্লাশিকালে অটোরিকশাটিসহ তাদের আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিযন (র্যাব)-৭।
আটকরা হলেন জেলার রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া পূর্ব খরুশিয়া গ্রামের বাসিন্দা নুরুল আফছার (৪৮) ও চট্টগ্রাম নগরীর চান্দগাঁ কুলাপড়া এলাকার তারেকুল ইসলাম (২৮)। তারেকুল অটোরিকশাটির চালক। র্যাব জানায়, জব্দ করা মাদকের মূল্য ৫ লাখ টাকা। আটকরা মাদক ব্যবসায়ী।
র্যাব-৭, চট্টগ্রাম মিডিয়া উইং জানায়, গোয়েন্দা সুত্রে তাদের কাছে খবর ছিল- কতিপয় মাদক ব্যবসায়ী রাঙ্গুনিয়া থেকে সিএনজিযোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। সেখানে তল্লাশিকালে চেকপোস্টের দিকে
আসা অটোরিকশাটির গতিবিধি সন্দেহজনক মনে হয়। এ সময় র্যাব সদস্যরা অটোরিকশাটিকে থামানোর সংকেত দেয়। সংকেত মতো থামিয়ে আটকরা পালিয়ে যাওয়ার চেস্টা করলে ধাওয়া করে তাদের ধরেন র্যাব সদস্যরা। এসময় জিজ্ঞাসাবাদ তাদের দেয়া তথ্যানুযায়ী অটোরিকশাটির সিটের পেছনে রাখা ৩টি বস্তা ভর্তি প্রায় ৩৩ কেজি গাঁজা ও ১৮ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদে আটকরা আরো জানায়, তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করতেন। তাদেরকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।
দিলীপ কুমার তালুকদার/ এমকে