পিশাচেরা নিপাত যাক : শাওন মাহমুদ

১৫ জুন ২০২১

সহকর্মী চিত্রনায়িকা পরীমণির ওপর নির্যাতনে শিল্পীরা পাশে দাঁড়িয়েছেন তার। অনেকে ফেসবুকে জানিয়েছেন নানা মতামত।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাওন মাহমুদ লিখেছেন, ‘মুহূর্তের জন্য হতাশ হই তখন, যখন দেখি আমার পরিচিত একজন সভ্য, সুশিক্ষিতা, ঢাকা ক্লাব ও আওয়ামী লীগ উপ-কমিটির সদস্য ইনিয়ে-বিনিয়ে ক্লাবের কোড অব কন্ডাক্টের সাথে পরীমণি যা বলছেন, তাতে অমিল খুঁজে পান। এবং তিনি একজন নারী হয়েও তার কন্যাসন্তান থাকবার পরও পরীমণিকে দোষারোপ করবার পন্থা খুঁজে খুঁজে বের করেন। তথাকথিত সভ্যরা যখন অসভ্যতা শুরু করে তখন তারা নিজেদের অপ্রতিরোধ্য মনে করে।
সেই মুহূর্তের হতাশা কেটে যায় যখন শুনি পরীমণি ছয় জনের বিরুদ্ধে মামলা করেছেন। আমি বিশ্বাস করি, তিনি মাথা উঁচু এবং মেরুদণ্ড সোজা রেখে এই মামলার শেষ পর্যন্ত লড়াই করে যাবেন। এক পা পেছাবেন না। পিশাচেরা নিপাত যাক, মানুষের জয় হোক।’


মন্তব্য
জেলার খবর