বৃষ্টির প্রভাবে কমতে পারে তাপমাত্রা

০৪ ফেব্রুয়ারী ২০২২

দেশের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে, বিভিন্ন এলাকায় এখনো বৃষ্টি হচ্ছে থেমে থেমে। এর ফলে আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে, অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা।  শুক্রবার এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতর জানাচ্ছে,  ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও খুলনা বিভাগে বৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে রাজশাহীর তাড়াশে- ১৭ মিলিমিটার। এছাড়া বদলগাছিতে ১১, দিনাজপুরে ৭,  ঈশ্বরদীতে ৬, টাঙ্গাইলে ৪, চুয়াডাঙ্গা,  নেত্রকোনা ও নিকলিতে ২ এবং সৈয়দপুর, খুলনা, রাজশাহী ও বগুড়ায় ১ মিলিমিটার বৃষ্টি করা হয়েছে। সামান্য বৃষ্টি হয়েছে ময়মনসিংহ ও ঢাকায়।  সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেতুলিয়ায়, ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক এলাকাসহ  চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃ্ষ্টির সময় দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভবনা আছে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী বর্ষণ হতে পারে।

 

এমকে


মন্তব্য
জেলার খবর