মন্তব্য
সহকর্মী চিত্রনায়িকা পরীমণির ওপর নির্যাতনে শিল্পীরা পাশে দাঁড়িয়েছেন তার। অনেকে ফেসবুকে জানিয়েছেন নানা মতামত।
চিত্রনায়ক কায়েস আরজু লিখেছেন, আমার বন্ধুর (পরীমণি) ওপর অন্যায়ের বিচার চাই। অপরাধী যেই হোক যত বড়ই হোক, তার বিচার হতেই হবে। অনেকে যা পারেন না পরীমণি তার প্রতিবাদ করে দেখিয়েছে। আর প্রতিবাদ নয়, এখন প্রয়োজন কঠিন প্রতিরোধ!