নারীকে সম্মান করুন : মিম

১৫ জুন ২০২১

জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণিকে শারীরিক নির্যাতন ও ধর্ষণচেষ্টার ঘটনায় সোচ্চার হয়েছেন শোবিজ অঙ্গনের অনেকেই। ফেইসবুকে চালু হয়েছে ‘#জাস্টিস ফর পরীমণি’ হ্যাশট্যাগ।

বিদ্যা সিনহা মিম লিখেছেন, ‘শোবিজে যেসব মেয়ে কাজ করে তাদের নিয়ে বাইরের মানুষের এক ধরনের নেতিবাচক ধারণা রয়েছে। এ বিষয়টি সত্যি কষ্টদায়ক। পরীমণি একজন স্টার হতে পারে, তার আগে সে একজন মানুষ, একজন নারী। কিন্তু অনেকেই সেদিকটি না দেখে তাকে নিয়ে নানা ধরনের বাজে কথা বলছেন।

অভিনয়শিল্পীরা অভিনয় করে ঠিকই, কিন্তু এটা ভাবা ঠিক নয় যে তারা ব্যক্তিজীবনেও অভিনয় করবে। পরীর এই কষ্ট আমি একজন তারকা বলেই বেশি অনুভব করতে পারি। আমার সঙ্গেও এমন হতে পারত। তাই আমি বলব আপনারা প্লিজ নারীকে সম্মান করুন। সাংবাদিকরা যেভাবে পরীর পাশে দাঁড়িয়েছেন এটি সত্যি খুব প্রশংসনীয়।

যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে সে গ্রেপ্তার হয়েছে। আমি চাই বিষয়টির সুষ্ঠু বিচার হোক। আসল সত্য বেরিয়ে আসুক। তাহলে মানুষ ঢালাওভাবে শোবিজের মেয়েদের দোষারোপ করবে না। আর যেকোনো নারীর সঙ্গে এ ধরনের কাজ করতে গেলে অপরাধী দশবার ভাববে।’


মন্তব্য
জেলার খবর