সুশীল সমাজের এখনই জেগে ওঠা দরকার : ভাবনা

১৫ জুন ২০২১

জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণিকে শারীরিক নির্যাতন ও ধর্ষণচেষ্টার ঘটনায় সোচ্চার হয়েছেন শোবিজ অঙ্গনের অনেকেই। ফেইসবুকে চালু হয়েছে ‘#জাস্টিস ফর পরীমণি’ হ্যাশট্যাগ। বিষয়টি নিয়ে কথা বলেছেন আশনা হাবিব ভাবনা।

‘শোবিজে আমিই প্রথম নারী, যে ফেইসবুকের মাধ্যমে পরীমণির ঘটনাটি নিয়ে কথা বলেছি। আসলে আমি অত মারপ্যাঁচ বুঝি না। আমি মানুষ, মানুষের প্রতি অন্যায় হলে সেটির প্রতিবাদ আমি করবই। পরীমণির সঙ্গে আমি কখনোই কাজ করিনি। তার পরও আমি তার সহকর্মী। শুধু সে নয়, যেকোনো নারীর এমন পরিস্থিতিতে নারী হয়ে পাশে দাঁড়ানো দরকার।

এখনই সময় নারী হয়ে নারীদের পোশাক নিয়ে খোঁটা দেওয়া থেকে বিরত থাকার। নয়তো পুরুষরা আমাদের আরও দুর্বল ভাববে। আমাদের শোবিজে কিছু বিষয় এমনভাবে গেঁথে গেছে যে মানবিকতা থেকে অনেকে অনেক দূরে চলে গেছে। প্রতিবাদের ক্ষেত্রেও তারা সিন্ডিকেট মেনে চলে। পরীমণি সিনেমার নায়িকা, তাকে নিয়ে কথা বললে তো জাতে ওঠা যাবে না। এর চেয়ে ক্লাসিক্যাল মিউজিক না বুঝলেও সেটি নিয়ে স্ট্যাটাস দিলেই যেন মান বাড়বে।

আজ পরীমণির জায়গায় যদি শাকিব খানের সঙ্গে এমন ঘটনা ঘটত তাহলে শোবিজের চিত্র নিশ্চয়ই অন্যরকম হতো। আমি জানি এখন অনেকেই কথা তুলবে, পরীমণি কেন রাতে বাইরে ছিল। কেন সে ছোট কাপড় পরে নাচগান করে? এই ২০২১ সালে এসেও যদি এ ধরনের অযৌক্তিক কারণ দেখিয়ে নারীদের দমিয়ে রাখা হয় তাহলে সমাজ আর এগোবে না। দেশ আস্তে আস্তে পিছিয়েই পড়বে শুধু। সুশীল সমাজেরও এখনই জেগে ওঠা দরকার। আমি তো পরীমণির কান্না দেখে কান্না থামাতে পারিনি। ঘুমাতেও পারছি না।’


মন্তব্য
জেলার খবর