পরীমণির পাশে আছি : অনিমেষ আইচ

১৫ জুন ২০২১

ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পরীমণির সঙ্গে কখনো কাজ করেননি চলচ্চিত্র নির্মাতা অনিমেষ আইচ। তারপর পরীর এই দুর্দিনে ফেসবুকে সরব হয়েছেন এই নির্মাতা। তিনি লেখেন, “পরীমণির সঙ্গে আমার জীবনেও দেখা হয়নি, কাজ হয়নি, তবুও সে আমার কলিগ (সহকর্মী)। যে কোনো দুঃসময়ে আমি আমার কলিগের পাশে থাকবো এটাই স্বাভাবিক। সুতরাং, তার পাশে আছি।”

পরীমনিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা বিরূপ মন্তব্যে প্রতিবাদ করে অনিমেষ আইচ আরও লেখেন, “এইতো অল্প কিছুদিন আগে একটি মেয়ের আত্মহত্যা এবং তার পরবর্তী প্রভাবশালীদের দাপট তো পরিষ্কার দেখলাম এই চর্মচক্ষে। তাই ভীষণই ভয় হয় পরীমণি কিংবা ফাতেমা, রহিমারা বিচার তো পায়ই না। উল্টো আক্রান্ত মেয়েটির চরিত্র হনন করার জন্য আমরা সদাই উদগ্রীব হয়ে থাকি। তার উপর সে তো একজন নায়িকা। তাকে নিয়ে বিকৃত মন্তব্য করার তো আমাদের নাগরিক দায়িত্বের পর্যায়ে পরে।”

এই নির্মাতা আরও বলেন, “দেখা যাক প্রকৃত সত্যটা কী! আর আইনের হাত কতটা শক্তিশালী। একটা কাক মারা গেলে রাজ্যের কাকেরা সেখানে এসে কারণ জানতে কা কা শুরু করে। আমাদের কাকেদের সরব কা কা ধ্বনি শোনার জন্য কান পেতে রইলাম। শুভরাত্রী।”


মন্তব্য
জেলার খবর