অপরাধী যত বড়ই হোক তার বিচার হতেই হবে : অপূর্ব রানা

১৫ জুন ২০২১

ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন চলচ্চিত্র নির্মাতা অপূর্ব রানা।

তিনি ফেসবুকে লেখেন, “আমি সাত বছর ধরে পরীমণিকে দেখছি। আজকের পরীমণি সম্পূর্ণ আলাদ। কতটা আঘাত পেলে পাথরের মতো শক্ত একটি মেয়ে বরফের মতো গলে যায় তা পরীমণিকে দেখে বুঝলাম।

অপরাধী যেই হোক, যত বড়ই হোক তার বিচার হতেই হবে। অনেকে যা পারেনি পরীমণি তার প্রতিবাদ করে দেখিয়েছে। তবে শুধু নিরব প্রতিবাদ নয়, এখন প্রয়োজন কঠিন প্রতিরোধ।”


মন্তব্য
জেলার খবর