নিবন্ধন বন্ধ রেখেই আগামী ১৯ জুন থেকে দেশে ফের শুরু হচ্ছে করোনার টিকাদান কর্মসূচি। যারা ইতোমধ্যেই নিবন্ধন করেছেন, তাদেরকেই এ কর্মসূচিতে টিকা দেয়া হবে। তবে পর্যাপ্ত পরিমাণ টিকা হাতে পেলে পুনরায় নিবন্ধন শরু হবে। সোমবার রাজধানীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস-বিসিপিএস মিলনায়তনে দোয়া মাহফিলের এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী তার বক্তব্যে এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বিষয়টি জানিয়েছেন।
ফের টিকাদান শুরুর দিনের কথা জানিয়ে অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ফাইজার এবং সিনোফার্মের টিকা মিলিয়ে ১২ লাখ ডোজের বেশি হাতে রয়েছে। যারা নিবন্ধিত আছে, সে অনুযায়ী টিকা দেয়া হবে। করোনা প্রতিরোধে সবাইকে সজাগ থাকার পরামর্শ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সবাইকে দেয়ার জন্য কোটি কোটি ডোজ টিকা প্রয়োজন। এজন্য নিয়ন্ত্রণ ছাড়া কোনো উপায় নেই। উৎপত্তিস্থলে করোনাভাইরাস প্রতিরোধ করতে হবে।
এদিকে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম জানিয়েছেন, টিকা দেয়ার সময় এবং তারিখ মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। টিকার জন্য নিবন্ধন আপাতত বন্ধই থাকবে।
প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি দেশে টিকাদান কর্মসূচি শুরু হয়। পরবর্তীতে টিকা সঙ্কট দেখা দিলে প্রথম ডোজ দেয়া ও নিবন্ধন বন্ধ করে দেয়া হয়। উল্লেখ, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মায়ের মৃত্যুতে এ দোয়া মাহফিলের আয়োজন করে স্বাস্থ্য অধিদফতর।
এমকে