মন্তব্য
জাতীয় সংসদে উত্থাপিত আগামী অর্থবছরের (২০২১-২২) প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হয়েছে সোমবার। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বসা বৈঠকে আলোচনার সুত্রপাত হয় সরকারি দলের সংসদ সদস্য মুহম্মদ ফারুক খানের বক্তব্যের মধ্য দিয়ে। গত ৩ জুন ছয় লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার এ বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী।
টানা চার দিন চলার পর ২৮ জুন পর্যন্ত মুলতবি করার কথা হয়েছে এ আলোচনা ।এরপর ২৮ ও ২৯ জুন ফের আলোচনা শেষে ২৯ জুন পাস হওয়ার কথা রয়েছে অর্থ বিল। আর পরদিন ৩০ জুন পাস হবে বাজেট। এদিকে প্রস্তাবিত বাজেট পেশের দুই দিন বিরতির পর ৬ ও ৭ জুন সাধারণ আলোচনা শেষে পাশ হয় চলতি ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেটে।
এমকে