ঝুঁকি নিতে বারণ করলেন প্রধানমন্ত্রী

১৫ জুন ২০২১

করোনা ইস্যুতে সংশ্লিষ্টদেরকে কোনো ঝুঁকি নিতে বারণ করছেন প্রধামন্ত্রী শেখ হাসিনা। বলেছেন- যখন যে এলাকায় সংক্রমণ বাড়বে, স্থানীয়ভাবে সে এলাকা ‘ব্লক’ করে দিতে হবে। সোমবার  মন্ত্রিসভার বৈঠকে এসব নির্দেশনা দেন তিনি। ভার্চুয়াল এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য  জানান।

মন্ত্রিপরিষদ সচিব আরো জানান, করোনার সংক্রমণ রোধে সবার মাস্ক ব্যবহার নিশ্চিত করতে প্রশাসনকে তৎপর হওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।টিকা প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব জানান, দেশীয় বিভিন্ন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে এ ব্যাপারে আলোচনা চলছে। বিদেশ থেকে টিকা আনার  অগ্রগতির বিষয়টি  স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হবে ।

এমকে


মন্তব্য
জেলার খবর