সংসদীয় নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইনের খসড়া অনুমোদন

১৫ জুন ২০২১

জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন- ২০২১’র খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।সোমবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে  মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। এ খসড়া ছাড়াও অটোমোবাইল শিল্প উন্নয়ন নীতিমালা-২০২১ ও ওআইসির ‘উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডব্লিউডিও)’ এর সদস্য পদ গ্রহণ এবং এ লক্ষ্যে ডব্লিউডিও’র স্ট্যাটিউট স্বাক্ষর ও অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব জানান, ১৯৭৬ সালের অর্ডিনেন্সগুলোকে আইনে পরিণত করতে আদালতের নির্দেশনা রয়েছে।তাই তেমন কোনো পরিবর্তন ছাড়াই ‘জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন, ২০২১’ এর খসড়া ও ওআইসির ‘উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডব্লিউডিও)’ এর সদস্য পদ গ্রহণ এবং এ লক্ষ্যে ডব্লিউডিও-এর স্ট্যাটিউট স্বাক্ষর ও অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।  তিনি জানান,  অটোমোবাইল, অটো যন্ত্র উৎপাদন, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে দক্ষতা অর্জনসহ দেশীয় শিল্পকে বিকশিত করতে ‘অটোমোবাইল শিল্প উন্নয়ন নীতিমালা, ২০২১’র খসড়া  অনুমোদন করা হয়েছে।

এমকে


মন্তব্য
জেলার খবর