মন্তব্য
ফিলিপাইন ভ্রমণে বাংলাদেশসহ সাত দেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। দ্রুত করোনা ভ্যারিয়েন্টের সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে এ সিদ্ধান্ত নিয়েছে ফিলিপাইন সরকার। সোমবার আন্তর্জাতিক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের মুখপাত্র হ্যারি রক। বাকি ছয় দেশ হচ্ছে- ভারত, পাকিস্তান,শ্রীলঙ্কা, নেপাল, ওমান এবং সংযুক্ত আরব আমিরাত।
প্রসঙ্গত, ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ রুপ নিলে ২৯ এপ্রিল দেশটিতে ভ্রমণে ভারতীয় যাত্রীদের ওপর নিষেধাজ্ঞা জারি করে ফিলিপাইন। পরবর্তীতে ৭ মে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তান এবং ১৫ মে ওমান ও আরব আমিরাতের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। দেশটিতে এখন পর্যন্ত প্রায় ২৩ হাজার করোনা আক্রান্ত মানুষ মারা গেছেন।
এমকে