দেশে করোনা আক্রান্তদের মধ্যে ৩০ জন মারা গেছেন গত ২৪ ঘণ্টায়। এ সময়ে ৯ হাজার ৫২ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষায় ২২ দশমিক ৯৫ শতাংশ নমুনায় এ রোগের জীবাণুর উপস্থিতি পাওয়া গেছে। আর মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ছয় হাজার ২৮২ জন। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা মোট ১৮ লাখ ৪৪ হাজার ৮২৮ জন। এর মধ্যে মারা গেছেন ২৮ হাজার ৫২৪ জন, সুস্থ হয়েছেন ১৫ লাখ ৮৭ হাজার ৩৭৪ জন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ২৬ লাখ ৫২ হাজার ৫১৪ জন। শনাক্তের হার ১৪ দশমিক ৫৮।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ৩৯ হাজার ৭২৬টি, পরীক্ষা হয়েছে ৩৯ হাজার ৪৪৫টি। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৯ জন, নারী ১১ জন। বিভাগের মধ্যে কেবল ঢাকাতেই মারা গেছেন ১৭ জন। বাকিদের মধ্যে চট্টগ্রামে পাঁচজন, সিলেটে তিনজন, রাজশাহী ও খুলনায় দুইজন করে ও বরিশালে একজন। সরকারি হাসপাতালে ২৩ জন ও বেসরকারি হাসপাতালে সাতজন মারা গেছেন, চিকিৎসাধীন ছিলেন প্রত্যেকে।
এমকে