বগুড়া প্রতিনিধি
বগুড়ার শেরপুরে পুলিশ ও জনগণের ধাওয়ায় ১৫ কেজি গাঁজাসহ একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে গেছে মোটরসাইকেলের দুই আরোহী। মঙ্গলবার সকালে শাহবন্দেগী ইউনিয়নের মামুরশাহী গ্রামের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে এ গাঁজা ও মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ঢাকা-বগুড়া মহাসড়কে পেশাগত দায়িত্ব পালন করছিলেন একদল পুলিশ। ঘটনার আগে মহিপুর এলাকায় বগুড়া দিক থেকে আসা মোটরসাইকেলটির গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের পিছু নেয় পুলিশ। বিষয়টি টের পেয়ে মহাসড়কটির হামছায়াপুর দিয়ে টোলা হয়ে মামুরশাহী রোডে আসে তারা। এ সময় জনগণের সহায়তায় তাদের ধাওয়া করে পুলিশ। অবস্থা বেগতিক বুঝতে পেরে মামুরশাহী পশ্চিম পাড়া কবরস্থানে এলাকায় রাস্তার উপর ব্যাগ ও মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় ওই দুই আরোহী।
শেরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক(এসআই) রবিউল ইসলাম, জনগণের সামনে ব্যাগটি খুলে ৩টি প্যাকেটে গাঁজা পাওয়া যায়। প্যাকেগুলোতে থাকা গাঁজা ওজন করলে ১৫ কেজি ওজন হয়। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।
দীপক কুমার সরকার/এমকে