মেয়ের ধর্ষণ মামলায় বাবা গ্রেফতার

১৫ জুন ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের মীরসরাইয়ে থানায় মেয়ের করা ধর্ষণ মামলায় তার বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারের নাম নুর উদ্দিন মিঠু (৪৯)।এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার লাবিব আবদুল্লাহ ও জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন মামুন।

জোরারগঞ্জ ইউনিয়নের মেম্বার মজিবুল হক জানান, রোববার রাতে ঘটনাটি ঘটে। এ সময় মেয়েটির মা বাড়িতে ছিলেন না। ঘটনার আগে ভুক্তভোগীকে চেতনানাশক মেশানো জুস খাওয়ানো হয়েছিল। জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী জানান, ভুক্তভোগীকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন অভিযুক্ত। ডাক্তারী পরীক্ষার জন্য ভুক্তভোগীকে মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

দিলীপ কুমার তালুকদার/এমকে

 


মন্তব্য
জেলার খবর