সড়কটিতে যানবাহনে চলাচলে ভোগান্তি

০৪ ফেব্রুয়ারী ২০২২

চাটমোহর (পাবনা) প্রতিনিধি :

দৈর্ঘ্য আনুমানিক এক কিলোমিটার, বেশিরভাগ সড়কেই দুই পাশে পিচ-পাথর ওঠে গেছে। সেই সঙ্গে কিছু জায়গায় ওঠছে সড়কের মাঝেও। ফলে যে কোনো যানবাহনে চলতে-ফিরতে এলাকাবাসীকে শিকার হতে হয় চরম ভোগান্তির। পাবনার চাটমোহর পৌর সদরের আফ্রাতপাড়া-রাজারদিয়ার-মথুরাপুর ইউনিয়নের কাঠবাদামতলার এ সড়কটি নিয়ে তাই ভুক্তভোগীদের ক্ষোভ বাড়ছে।

এলাকাবাসী বলছেন, বয়সের সঙ্গে ভারী যানবাহন চলাচলের কারণে সড়কটির পিচ-পাথর ওঠতে শুরু করে। সংস্কার না করায় দিন দিন পরিস্থিতি খারাপ হয়েছে। তাদের ভাষ্য- দৈনন্দিন প্রয়োজনের বাইরেও কম সময়ে মথুরাপুর ইউনিয়নের কৃষিপণ্যের একটা অংশ পুরাতন বাজারে বাজারজাতে এ সড়ক ব্যবহার হয়। পাবনা-চাটমোহর সড়কের চাটমোহর বাসস্ট্যাণ্ড-মিশনগেট পর্যন্ত অংশটুকু এক সময় চলাচল অনুপযোগী ছিল, সে সময় এ সড়কে চলাচল ছিল ভারী যানবাহনের।

মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার আজিজুল হক সাংবাদিকদের জানিয়েছেন, প্রায় ১১ বছর আগে রাস্তাটি মেরামত করা হয়। এরপর আর মেরামত হয়নি। বর্তমানে রাস্তাটি বেহাল দশায় উপনীত হয়েছে। এ এলাকার মানুষের চলাচলের সুবিধার্থে রাস্তাটি দ্রুত সংস্কার করা প্রয়োজন।

এমকে

 


মন্তব্য
জেলার খবর