রোহিঙ্গাদের তথ্য মিয়ানমারে পাচার

১৬ জুন ২০২১

রোহিঙ্গাদের সেবা ও সহায়তা দেওয়ার প্রয়োজনে তাদের পরিচয়পত্র সরবরাহে সংগ্রহ করা তথ্য কোনো ধরনের সম্মতি না নিয়েই  মিয়ানমারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। 

মিয়ানমারে সামরিক বাহিনীর নিপীড়নে বাংলাদেশে আশ্রয় নেওয়া রাখাইনের সংখ্যালঘু এই মুসলিম জনগোষ্ঠীর তথ্য পাচারের এ ঘটনায় তদন্তের আহ্বান জানিয়েছে নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।

হিউম্যান রাইটস ওয়াচ বলছে, শরণার্থীদের বোঝার উপায় ছিল না যে ছবি, আঙুলের ছাপ ও বায়োগ্রাফিক উপাত্ত নেওয়া হচ্ছে, তা মিয়ানমারকেও দেওয়া হবে। এতে শরণার্থীদের আরও বড় ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে।

আলজাজিরা ও এএফপি


মন্তব্য
জেলার খবর