অন্তত তিনটি করে গাছ লাগাতে মুজিব আদর্শে বিশ্বাসী প্রত্যেকের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তিনটি গাছের মধ্যে একটি বনজ, একটা ফলদ ও একটা ভেষজের কথা উল্লেখ করেছেন তিনি। মঙ্গলবার কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে এ আহবান জানান। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এ কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
আর্থিক সহায়তা, পরিবেশ রক্ষা এবং পুষ্টির জোগান দেবে এ গাছ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ এবং প্রতিবেশ ঠিক রেখে এ দেশের সার্বিক উন্নয়ন করতে চায় তার সরকার। এ সময় মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে, জাতির পিতার আদর্শ নিয়ে বাংলাদেশকে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, সারাদেশে সামাজিক বনায়ন থেকে শুরু করে মানুষের ঘরে ঘরে বাগান তৈরিতে আমরা কাজ করে যাচ্ছি। এভাবেই আমাদের বনায়ন যেমন বৃদ্ধি পাবে, পরিবেশও উন্নত হবে। আমাদের প্রতিবেশ সুন্দরভাবে গড়ে উঠবে। সেই সঙ্গে আমাদের দেশটা সারা বিশ্বে একটা দৃষ্টান্ত স্থাপন করবে।