সূচকের মিশ্র প্রবণতায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আগের দিনের তুলনায় মঙ্গলবার লেনদেন বেড়েছে প্রায় ৩০০ কোটি টাকা।লেনদেন হয়েছে মোট ৩৭২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট । এর মধ্যে দর বেড়েছে ১৫২টির, কমেছে ১৯৫টির এবং দাম হেরফের হয়নি বাকি ২৫টির।টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ছিল বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)। আর ১০ শতাংশ বেড়ে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে অবস্থান নেয় এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড।
মঙ্গলবার লেনদেন হয় দুই হাজার ৩২ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল এক হাজার ৭৪০ কোটি ১৬ লাখ টাকা।সেই হিসাবে লেনদেন বেড়েছে ২৯২ কোটি ৪১ লাখ টাকা। তিন লাখ ছয় হাজার ২৬৭ বার হাতবদল হয় ৫৮ কোটি ১৬ লাখ ২১ হাজার ২৩০টি শেয়ার । শুরু থেকে শেষ পর্যন্ত সূচকের উত্থান-পতনের চিত্র ছিল লেনদেনে।তিন সুচকের মধ্যে প্রধান সূচক ডিএসইএক্স আট দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে ছয় হাজার ২২ পয়েন্টে, ডিএসইএস শূন্য দশমিক ৫২ পয়েন্ট কমে এক হাজার ২৮৪ দশমিক শূন্য ছয় পয়েন্টে এবং ডিএস৩০ তিন দশমিক ৯০ পয়েন্ট বেড়ে দুই হাজার ১৭৬ দশমিক ৮৮ পয়েন্টে দাঁড়ায়।
এমকে