বেড়েছে খেলাপি ঋণ

১৬ জুন ২০২১

ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর পরেও দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে।মার্চ শেষে এ ঋণের পরিমাণ দাঁড়িয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে ৪৩ হাজার ৪৫০ কোটি টাকা ও বেসরকারি ব্যাংকগুলোতে ৪৫ হাজার ৯০ কোটি টাকা, বিদেশি ব্যাংকের ২ হাজার ৪৫৪ কোটি টাকা  ও বিশেষায়িত তিনটি ব্যাংকে ৪ হাজার ৮৬ কোটি টাকা। এ অঙ্ক বিতরণ করা ঋণের ১৩ দশমিক ৩৬ শতাংশ।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে ঋণখেলাপির শীর্ষে রয়েছে জনতা ব্যাংক, বিতরণ করা ঋণের ২৩ শতাংশ খেলাপি। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে টাকার অঙ্কে সবচেয়ে বেশি খেলাপি এবি ব্যাংক, প্রায় ১৭ শতাংশ খেলাটি। বিদেশির মধ্যে বেশি খেলাপি ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, প্রায় ৯৮ শতাংশ খেলাপি।  কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, করোনার কারণে ঋণ খেলাপির বিষয়ে নতুন নির্দেশনা জারি করে বাংলাদেশে ব্যাংক। বলা হয়, ঋণের কিস্তি পরিশোধ না করলেও ঋণগ্রহীতাকে খেলাপির তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে না। গত বছর জুড়েই এমন সুবিধা পেয়েছেন ঋণ গ্রহীতারা। এছাড়া খেলাপি ঋণ পুনঃতফসিল, পুনর্গঠনে বিভিন্ন নীতিমালার শর্তে শিথিলতা আনা হয়। ফলে এক বছরে ঋণের কিস্তি না দিলেও ঋণখেলাপি হয়নি কেউ।

খেলাপি ঋণ বৃদ্ধি প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, করোনার কারণে ব্যবসা-বাণিজ্য খারাপ হওয়ায় ঋণ পরিশোধ করতে পারছেন না অনেকে। অনেকে ইচ্ছা করেই ঋণ পরিশোধ করছেন না বিশেষ সুবিধার আশায়।

এমকে


মন্তব্য
জেলার খবর