মন্তব্য
চীনকে মোকাবিলায় রুশ-নির্মিত স্প্রাট-এসডিএম১ হালকা ট্যাংক সংগ্রহের কথা ভাবছে ভারত। ১৮-টন ওজনের স্প্রাটের সঙ্গে টি-৯০ ট্যাংকের বন্দুকও থাকবে এবং একই পরিমাণ গোলা নিক্ষেপে সক্ষম হবে।
স্প্রাট-এসডিএম১ হচ্ছে বিশ্বের একমাত্র হালকা উভচর যুদ্ধযান, যেটি মূল যুদ্ধ ট্যাংকের মতোই ধ্বংসাত্মক ক্ষমতা রাখে। এছাড়া ভাসমান অবস্থায়ও কামান দাগানোর সক্ষমতা আছে এই ট্যাংকের। একমাত্র স্প্রাট-এসডিএম১ ট্যাংকই গাইডেড ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে।
দ্য প্রিন্ট