তাইওয়ান-চীন উত্তেজনা বেড়েছে

১৭ জুন ২০২১

তাইওয়ানের বিমান প্রতিরক্ষা অঞ্চল দিয়ে ২৮টির মতো চীনা সামরিক যুদ্ধবিমান অতিক্রম করেছে। ১৬ জুন চাইনিজ এই মিশনে ১৪ জে-১৬, ছয়টি জে-১১ যুদ্ধবিমান, চারটি পরমাণু অস্ত্র বহনে সক্ষম এইচ-৬ বোমারু বিমান, ডুবোজাহাজ বিধ্বংসী, ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার ও আগাম সতর্কীকরণ বিমান ছিল।

তাইওয়ানের আকাশে এটিই সবচেয়ে বড় চীনা বিমানের অনুপ্রবেশ। সম্প্রতি তাইওয়ান-চীন উত্তেজনা বেড়েছে এবং তাইওয়ানকে ফিরে পেতে চীন প্রয়োজনে বল প্রয়োগও করতে পারে। তাইওয়ানের আন্তর্জাতিক কর্মকাণ্ডের গন্ডি দীর্ঘদিন ধরেই সীমিত রাখার চেষ্টা চালিয়ে আসছে চীন। 

বিবিসি 


মন্তব্য
জেলার খবর