জো বাইডেন অন্যান্য নেতাদের থেকে ভিন্ন :পুতিন

১৭ জুন ২০২১

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অন্যান্য নেতাদের থেকে ভিন্ন বলে আখ্যায়িত করে দেশটির বন্দুক সহিংসতার সমালোচনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে  যুক্তরাষ্ট্রের মানবাধিকারের সমালোচনা করে তিনি বলেন, বিশ্বজুড়ে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইয়ের গোপন কারাগার রয়েছে, যেখানে মানুষকে নির্যাতন করা হয়।

তিনি আরো বলেন, আমাদের দেশগুলোতে যা ঘটছে, তার সব দায়ভার আমাদের নেতাদের। কিন্তু আমেরিকার রাস্তাগুলোর দিকে তাকান, প্রতিদিন সেখানে হত্যাকাণ্ড ঘটছে। আপনি মুখ খোলার সুযোগ পাবেন না, আপনাকে গুলি করে হত্যা করা হবে। পরমাণু স্থিতিশীলতার জন্য দুদেশেরই দায় রয়েছে বলে উল্লেখ করেন পুতিন।

বিবিসি ও এবিসি নিউজ


মন্তব্য
জেলার খবর