মন্তব্য
সাধারণ সাদা কাপড়ের বদলে ন্যানোটেকনোলজি সংযুক্ত এবং ব্যাকটেরিয়া প্রতিরোধী অত্যাধুনিক কাপড় দিয়ে তৈরি করা হবে এবারে হজ ও ওমরাহর ইহরাম।
ন্যানোটেকনোলজি যুক্ত কাপড়টি ব্যাকটেরিয়া বাড়তে দেয় না। শতভাগ সুতার তৈরি ওই ইহরাম ৯০ বারেরও বেশি ধোয়া যাবে।
পবিত্র হজ ও ওমরাহের সময় সাদা যে দুই খণ্ড সেলাইবিহীন সাদা কাপড় পরিধান করা হয় তাকে ইহরাম বলা হয়।
খালিজ টাইমস