সারাবিশ্বে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। একদিনে সংক্রমণের দিক দিয়ে রেকর্ড ছাড়িয়েছে জাপানে। বর্তমানে দেশটি করোনার ৬ষ্ট ঢেউ মোকাবেলা করছে। বৃহস্পতিবার রেকর্ড ১ লাখ ৪ হাজার ৪৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। খবর কিয়োদো নিউজের। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো দেশটিতে দৈনিক সংক্রমণ এক লাখ ছাড়াল।
জাপানের ষষ্ঠ ঢেউয়ে দেশটির ৩৪টি প্রিফেকচারে দ্রুত ছড়িয়ে পড়েছে ওমিক্রন ভ্যারিয়েন্ট। জাপানের স্বাস্থ্যমন্ত্রী শিগেইয়ুকি গোতো শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ডে-কেয়ার সেন্টারগুলোতে দুই বছর বা তৎধিক বছরের শিশুদের মাস্ক পরিধান বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার।
ইতোমধ্যে করোনার বিস্তার রোধে ৩২৭টি চাইল্ড কেয়ার সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। টোকিও মেট্রোপলিটন এলাকায় বৃহস্পতিবার নতুন করে ২০ হাজার ৬৭৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জাপানের রাজধানীতে এ নিয়ে টানা দ্বিতীয় দিন দৈনিক সংক্রমণ ২০ হাজার ছাড়াল।