মন্তব্য
বিশ্বের তৃতীয় বৃহৎ হীরাটি এক হাজার ৯৮ ক্যারেটের। হীরাটি অসাধারণ ও দুর্লভ।
হীরাটি আবিষ্কারের ঘোষণা দিয়েছে বতসোয়ানার খনিজ উত্তোলনকারী প্রতিষ্ঠান দেবসোয়ানা।
১ জুন বড় আকারের এই অমসৃণ হীরাটি পাওয়ার পর গ্যাবোরোনে প্রেসিডেন্ট মোকগোয়েতসি মাসিসিকে দেখানো হয়েছে।
এএফপি ও গার্ডিয়ান