থাইল্যান্ডের উত্তরের চিয়াং মাই নগরীর মায়ে চেম জেলার বেশিরভাগ বাসিন্দা গবাদি পশু পালনের কাজ করেন। তাদের টিকাদানে উৎসাহিত করতে স্থানীয় কর্তৃপক্ষ এ মাস থেকে লটারিতে পুরস্কার হিসেবে একটি গরু রেখেছেন।
চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে টিকা গ্রহণে উৎসাহ দিতে সেখানে ‘লাকি ড্র’র ব্যবস্থা করা হয়েছে। পুরস্কার হিসেবে রাখা হয়েছে শপিং ভাউচার, বিমানের ফ্রি টিকেট এমনকি ১৪ লাখ মার্কিন ডলার সমমূল্যের একটি নতুন অ্যাপার্টমেন্ট। কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান নিজেদের মত করে উদ্যোগ নিয়েছে। তারা কর্মীদের টিকা দানে উৎসাহিত করতে বেতনসহ ছুটির প্রস্তাব দিয়েছে।
ইন্দোনেশিয়ার জাভার সিপানাস কর্তৃপক্ষ জানান, বিশেষ করে বয়স্কদের কোভিড টিকা হালাল এবং নিরাপদ এটা বোঝাতে প্রচণ্ড বেগ পেতে হচ্ছে। টিকা গ্রহণ করলে খাবার দেওয়া হচ্ছে। সেখানে প্রত্যেক বয়স্ক ব্যক্তি টিকার একটি ডোজ নেওয়ার পর উপহার হিসেবে একটি জীবন্ত মুরগি পাচ্ছেন।
রয়টার্স