গ্রিন নোবেল পেলেন মায়িদা

১৭ জুন ২০২১

নদীরক্ষার লড়াইয়ে সম্প্রতি ‘গ্রিন নোবেল’ নামে পরিচিত একটি পুরস্কার জিতেছেন বসনিয়ান নারী মায়িদা বিলাল। তাকে ২০২১ সালের গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজের ইউরোপীয় বিজয়ী ঘোষণা করা হয়েছে। 

ক্রুসিকা নদীর ওপর বাঁধ দিয়ে জলবিদ্যুৎকেন্দ্র তৈরি করতে চলেছিল বসনিয়া সরকার। গ্রামবাসীকে সঙ্গে নিয়ে তার বাধার মুখে শেষপর্যন্ত বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

৪০ বছর বয়সী  নারী মায়িদা বলেন, আমি চাকরি হারিয়েছি, বন্ধুবান্ধব হারিয়েছি, আমার মেয়েকে স্কুলে হয়রানি করা হয়েছে। যদি বলি কাজটা সহজ ছিল, তাহলে মিথ্যা বলা হবে। আমরা দিনরাত ২৪ ঘণ্টা সশরীরে টানা ৫০৩ দিন নদীকে রক্ষা করেছি। দরকার হলে আরও ৫ হাজার ৩০০ দিন তাকে নিরাপত্তা দেব।

রয়টার্স 


মন্তব্য
জেলার খবর