আন্তর্জাতিক মানের ভ্যাকসিন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করবে সরকার

১৭ জুন ২০২১

সরকার দেশে একটি একটি আন্তর্জাতিক মানের ভ্যাকসিন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, এ জন্য  প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে আবিষ্কারক দেশের সঙ্গে সরকারি পর্যায়ে (জিটুজি) আলোচনা অব্যাহত রয়েছে। চলমান অধিবেশনে বুধবার প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুর প্রশ্নের জবাবে জাতীয় সংসদকে এ কথা জানান।স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে টেবিলে উত্থাপিত হয় প্রশ্নোত্তর।

করোনাসহ বিভিন্ন ভাইরাস প্রতিরোধক ভ্যাকসিন উৎপাদনে এ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ জন্য দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের চুক্তির বিষয়টিও মন্ত্রিসভায় অনুসমর্থন ও অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে। এ সময় করোনা প্রতিরোধী টিকা উৎপাদনে সক্ষম তিনটি প্রতিষ্ঠান- মেসার্স ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, মেসার্স পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও মেসার্স হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড’র কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।বলেন, তাদের  সক্ষমতা যাচাই করা হয়েছে। মেসার্স গ্লোব বায়োটেক লিমিটেড করোনা প্রতিরোধী ভ্যাকসিন নিয়ে গবেষণা করছে, তাদের উৎপাদিত ভ্যাকসিনটি বর্তমানে ট্রায়াল পর্যায়ে রয়েছে। সূত্র: বাসস

এমকে


মন্তব্য
জেলার খবর