মন্তব্য
সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি হচ্ছে।এ বৃষ্টি আরো দু’দিন অব্যাহত থাকতে পারে।পূর্বাভাসে বুধবার এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এদিকে আবহাওয়ার চলমান পরিস্থিতিতে দেশের চার সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া অধিদফতরের সর্তক বার্তায়।
পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা, টাংগাইল, সিলেট, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে এ দু’দিন বৃষ্টি হতে পারে। বৃষ্টির সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এমকে