জুটি বাঁধলেন নিশো-সাবিলা

০৫ ফেব্রুয়ারী ২০২২

ছোট পর্দার জনপ্রিয় জুটি আরফান নিশো ও সাবিলা নুর। এবার নতুন একটি রোমান্টিক নাটকে দুজনকে একসাথে দেখা যাবে। নাটকটির নাম ‘ক্রস কানেকশন’। ভুল নাম্বারে এক মেয়ের সাথে পরিচয় হয় নাটকের হিরোর। পরিচয়ের পর পরিণয় এভাবেই এগোতে থাকে নাটকের গল্প।

 

‘ক্রস কানেকশন নাটকটি পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। তিনি জানান, প্রতি জন্মদিনেই তুর্য’র মন খারাপ থাকে। কারণ তাকে জন্ম দিতে গিয়েই তার মা মারা যায়। তাই জন্মদিন এলেই তার বাবা তাকে বিভিন্নভাবে খুশি রাখার চেষ্টা করে। সেই চেষ্টায় কখনোই সফল হয়নি বাবা। কিন্তু এবার জন্মদিনে তুর্যকে একটা রেস্টুরেন্টে খাওয়াতে এনে বাবা অবাক, তুর্য’র মন ভালো হয়ে যায়! কারণ একটি মেয়ে! মেয়েটিকে দেখে তুর্য প্রেমে পড়ে যায়। অনেক কষ্টে সে তার নম্বর ম্যানেজ করে। কিন্তু নম্বরটি ভুল। শেষের ডিজিট মিসটেকের কারণে অন্য মেয়ের সঙ্গে তার ফোনে প্রেম হয়ে যায়! এভাবেই মূলত গল্পের শুরু। এস কে সাহেদ আলী প্রযোজিত এই নাটকটি শিগগিরই উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।


মন্তব্য
জেলার খবর