ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বাংলাদেশের অকুণ্ঠ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ বলেছেন, ফিলিস্তিনিরা মানবসৃষ্ট দুর্যোগের মুখোমুখি হয়েছেন। তারা আমাদের কাছ থেকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা আশা করছেন। বুধবার মুসলিম দেশগুলোর শীর্ষ সংগঠন ওআইসি’র ‘দ্বিতীয় ওআইসি সামিট অন সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ শীর্ষক সম্মেলনে এসব কথা বলেন। বঙ্গভবন থেকে সম্মেলেন ভার্চুয়ালি যুক্ত হনে রাষ্ট্রপতি।
বাংলাদেশ দুর্গত এবং ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদার বাহিনীর বারবার আক্রমণের তীব্র নিন্দা জানায় বাংলাদেশ। রোহিঙ্গা জনগোষ্ঠী যেন সুরক্ষা এবং মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরে যেতে পারে, সেজন্য ওআইসি ভ্রাতৃত্ব ও আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের এ সমস্যা সমাধানেরও আহবান জানান রাষ্ট্রপতি।
সম্মেলনে কাজাখস্তানের প্রেসিডেন্ট কাশিম-জোমার্ট তোকায়েভ, ওআইসি মহাসচিব ইউসেফ বিন আহমদ আল- ওসাইমিনসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা বক্তব্য দেন। সম্মেলনের শুরুতে ওআইসি সামিট অন সায়েন্স অ্যান্ড টেকনোলজির নতুন চেয়ারম্যান সংযুক্ত আরব আমিরাতকে দায়িত্ব হস্তান্তর করে কাজাখস্তান। প্রসঙ্গত,প্রথমবার সংগঠনটির এ সামিট অনুষ্ঠিত হয় কাজাখস্তানের রাজধানী আস্তানায়, ২০১৭ সালে।