মন্তব্য
বগুড়া প্রতিনিধি
বগুড়ার শেরপুরে বসতবাড়ির ঘরের টিনের চাল মেরামতের সময় অসাবধানতাবশতঃ বিদ্যুতের তারে জড়িয়ে শাহ আলী (৫৫) নামের এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে সুঘাট ইউনিয়নের মধ্যভাগ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শাহ আলী ওই গ্রামের আজিজুল হকের ছেলে।
শাহ আলীর স্বজন ও স্থানীয়রা জানান, মধ্যভাগ গ্রামের বাসিন্দা আব্দুল খালেকের বসতবাড়িতে কাজ করছিলেন শাহ আলী। মেরামতাধীন চালটির ওপর দিয়ে টাঙানো রয়েছে ওই তার। জড়িয়ে পড়ার পরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পথেই মারা যান তিনি। শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তন্ময় বর্মন বলেন, ঘটনাটি মৌখিকভাবে শুনেছি। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
দীপক কুমার সরকার/এমকে