আলাল গ্রুপের কব্জায় থাকা সরকারি সম্পত্তি উদ্ধার

১৭ জুন ২০২১

বগুড়া প্রতিনিধি
বগুড়ার শেরপুরের জামনগর এলাকায় স্থানীয় প্রভাবশালী আলাল গ্রুপের কব্জায় থাকা কোটি টাকা মুল্যের সরকারি ৩৫ শতক সম্পত্তি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বুধবার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন অভিযান চালিয়ে এ সম্পত্তি উদ্ধার করেন। আলাল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ‘একাত্তর ইন্টিগ্রেশন ফার্ম বাংলাদেশ’ এর নামে এ সম্পত্তি দখল করা ছিল।

সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন বলেন, অবৈধ দখলকারীদের হাত থেকে জমি উদ্ধার করে সরকারি সাইনবোর্ড লাগানো হয়েছে। সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে।

দীপক কুমার সরকার/এমকে

 


মন্তব্য
জেলার খবর